ঝড়ে লণ্ডভণ্ড ভানুয়াতু, ‘নিহত ৪০’
প্রবল ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ ভানুয়াতু। আর এ ঝড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শুক্রবার রাতে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘পাম’ আঘাত হানে।
জাতিসংঘের ত্রাণ সংস্থার পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, রাজধানী পোর্ট ভিলা বিধ্বস্ত হয়ে পড়েছে এবং ভীত সন্ত্রস্ত মানুষ রাস্তায় সাহায্যের জন্য ছোটাছুটি করছেন।
জানা গেছে, ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২৭০ কিলোমিটার। সঙ্গে ছিল মুষলধারে বৃষ্টি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশিরভাগ কাঁচা বাড়িই বিধ্বস্ত হয়ে পড়েছে। গাছ ও গাছের ডাল ভেঙে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে বন্যার কারণে লোকজন দিশেহারা হয়ে পড়েছে।
জানা গেছে, জাতিসংঘসহ বিভিন্ন সাহায্য সংস্থার কর্মীরা ভানুয়াতুতে পৌঁছেছেন। উদ্ধার তৎপরতা চলছে।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম