News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৪, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৩৭, ১৭ জানুয়ারি ২০২০

অ্যাসেঞ্জ প্রসঙ্গে সুইডেনের সুমতি!

অ্যাসেঞ্জ প্রসঙ্গে সুইডেনের সুমতি!

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জের প্রসঙ্গে অবস্থান বদলেছে সুইডেন।

সুইডেনের আইনজীবীরা এখন যৌন হয়রানির মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য লন্ডনে যাবার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও এতদিন তারাই তাকে সুইডেনের কাছে ফিরিয়ে দেবার দাবি করে আসছিল।

তবে সুইডিশ আইনজীবীদের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে অ্যাসাঞ্জের আইনজীবীরা। এ বিষয়ে পের স্যামুয়েলসন নামে অ্যাসাঞ্জের এক আইনজীবী বলেন, “সুইডেনের এ প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। এটা অবশ্যই অ্যাসাঞ্জের জন্য বড় একটি বিজয়। আমরা এর জন্যই চার বছর ধরে অপেক্ষা করে আছি।”

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নথি ও তারবার্তা ফাঁস করে দেয়ার পর সুইডেনে যৌন হয়রানির অভিযোগ অ্যাসেঞ্জের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তখন অ্যাসেঞ্জ লন্ডনে আশ্রয় নিয়ে ব্রিটিশ সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চান। পরে ইংল্যান্ড রাজনৈতিক আশ্রয় দিতে রাজি না হলে তিনি সেখানের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। ২০১২ সাল থেকে এখন পর্যন্ত তিনি সেখানেই বসবাস করছেন।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়