যুক্তরাষ্ট্রে ফ্লয়েড হত্যা: কারফিউ ভেঙে বিক্ষোভ অব্যাহত
যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় টানা অষ্টম দিনের মত প্রতিবাদ অব্যাহত রয়েছে।
রয়টার্স জানায়, মঙ্গলবার রাতেও যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে হাজার হাজার লোক রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হয়েছে। কঠোর কারফিউ, মেয়রদের অনুরোধ বা সরকারি পদক্ষেপ, কিছুই মানেনি তারা।
২৫ মে মিনেসোটার মিনিয়াপোলিসে ফ্লয়েডের মৃত্যু ঘিরে শুরু হওয়া প্রতিবাদ যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে।
প্রধান প্রধান শহরগুলোতে কারফিউ জারি করা হলেও প্রতিবাদকারীরা তা অমান্য করেই বিক্ষোভ দেখাচ্ছে। এসব শহরের মধ্যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ও সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্কও আছে।
বিক্ষোভ-সহিংসতা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টি শহরে কারফিউ জারি করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় মিনেসোটা রাজ্য তাদের পুলিশ বিভাগের বিরুদ্ধে নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে। এক সংবাদ সম্মেলনে গর্ভনর টিম ওয়ালজ জানিয়েছেন, তদন্তটি ‘প্রজন্মের গভীরে থাকা প্রথাগত বর্ণবাদ’ শেকড়শুদ্ধ উপড়ে ফেলার পরিকল্পনা নিয়ে করা হবে।
অন্যদিকে, ফ্লয়েডের নিজ শহর টেক্সাসের হিউস্টন তার স্মৃতিতে একটি শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করে যেখানে ফ্লয়েডের পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন। ফ্লয়েডকে সম্মান জানাতে এই পদযাত্রায় ৬০ হাজার লোক অংশ নিয়েছে বলে হিউস্টনের মেয়র দপ্তর জানিয়েছে।
ওয়াশিংটন ডিসিতে বিমানে করে এক হাজার ৬০০ সৈন্যকে এনে শহরের আশপাশের ঘাঁটিগুলোতে রাখা হয়েছে। এই সৈন্যরা ‘উচ্চ সতর্কাবস্থায়’ আছে বলে পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/ডি