News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৪৯, ৩০ মে ২০২০
আপডেট: ০৮:০৫, ৩০ মে ২০২০

করোনা: ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ১২২৫

করোনা: ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ১২২৫

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে। বৈশ্বিক মহামারী শুরু হওয়ার পর এ নিয়ে দেশটিতে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার ৭৯৮ জনে।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের হিসাবের বরাতে এনডিটিভি এমন খবর দিয়েছে। যদিও ইতিমধ্যে দেশটির বিভিন্ন রাজ্য তাদের অর্থনীতি পর্যায়ক্রমে সচল করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৭ লাখ ৪৫ হাজার ৬০৬ করোনা রোগী শনাক্ত হয়েছেন। বিশ্বের যে কোনো দেশের তুলনায় তা সবচেয়ে বেশি।

নতুন এই মৃত্যু ও আক্রান্তের খবর যখন এসেছে, তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিন্ন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে তার অভিযোগ, করোনাভাইরাসের প্রাথমিক বিস্তাররোধে যথেষ্ট পদক্ষেপ নিতে পারেনি সংস্থাটি। এছাড়াও এটি চীনের প্রতি খুব বেশি সহানুভূতি সম্পন্ন।

গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়া মার্কিন তহবিল স্থগিত ঘোষণা করেন ট্রাম্প। এখন পর্যন্ত জাতিসংঘের এই সংস্থাটিকে সবচেয়ে বেশি আর্থিক সহায়তা ছিল যুক্তরাষ্ট্রেরই।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউ ইয়র্ক শহর। গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, ৮ জুন থেকে শহরটির অর্থনৈতিক কার্যক্রম খুলতে শুরু করবে।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়