বিমান বিধ্বস্তে পাকিস্তানের জনপ্রিয় মডেল জারা আবিদের মৃত্যু
করাচিতে বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেলেন পাকিস্তানের জনপ্রিয় মডেল জারা আবিদ।পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক জেইন খান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি টুইট করে জানান, পাক এয়ারলাইন্সের যে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণের আগে ভেঙে পড়ে, সেটিতে ছিলেন জারা আবিদ।
গত শুক্রবার করাচি বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। এরপরই খবর আসে মোট ৯৭ জন মারা গেছেন এই দুর্ঘটনায়।দুজনকে জীবিত উদ্ধার করা হয়।
পরে জানা যায় বিমানটিতে ছিলেন জারা আবিদ।
জারার মৃত্যু দুঃখ প্রকাশ করেছেন এই সাংবাদিক। এই কঠিন সময়ে জারার পরিবারকে সমবেদনাও জানান তিনি।
জারার মৃত্যুতে শোক জানিয়েছে বলিউডের সেলিব্রেটিরা। অনিল কাপুর থেকে অনুপম খের, নেহা ধুপিয়া, আরমান মালিক প্রত্যেকে শোক জানান মৃতদের পরিবারের প্রতি।
নিউজবাংলাদেশ.কম/কেএইচ