News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৪, ২৩ মে ২০২০
আপডেট: ১১:২৭, ২৩ মে ২০২০

হোম কোয়ারেন্টাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

হোম কোয়ারেন্টাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত হওয়ার আশঙ্কায় স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন।
স্থানীয় সময় শুক্রবার পারদানা পুত্রায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থ কাউন্সিলের সভা শেষে প্রধানমন্ত্রী তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে যাওয়ার ঘোষণা দেন।
তিনি জানান, মঙ্গলবার পুত্রাজায়ায় মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নেয়া একজন কর্মকর্তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। এ কারণে স্বাভাবিকভাবেই তিনি আক্রান্ত হওয়ার শঙ্কায় আছেন। এজন্য শুক্রবার রাত থেকে আগামী দুই সপ্তাহের জন্য স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এছাড়া ওইদিন সভায় যারা অংশ নিয়েছেন তাদেরও কোভিড -১৯ এর পরীক্ষা করে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়