ইসরাইলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মারা গেছেন
ইসরাইলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ডু ওয়েইকে রবিবার সকালে তেল আবিবের উত্তরে তার সরকারি বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।
তবে রাষ্ট্রদূত ডু ওয়েইকে (৫৭) তার বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেলেও তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরাইলে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করার আগে ইউক্রেনে চীনের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেনডু ওয়েই।
রাষ্ট্রদূত বিবাহিত ছিলেন এবং তার একটি ছেলে ছিল। তিনি তেল আবিবের উত্তরে উপকূলীয় শহরতলিতে সরকারি বাসভবনে থাকতেন।
ইসরাইল পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরাইলের পুলিশ ইউনিটগুলো ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এএস