News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১০, ১৬ মে ২০২০
আপডেট: ০৪:৩২, ২৩ মে ২০২০

করোনা আক্রান্তে চীনকে ছাড়ালো ভারত

করোনা আক্রান্তে চীনকে ছাড়ালো ভারত

করোনাভাইরাসে চীনকে ছাড়িয়ে ভারতে ৮৫ হাজার ৯৪০ জন আক্রান্ত এবং দুই হাজার ৭৫২ জন মারা গেছেন বলে শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গত বছরের শেষ দিকে চীনের ওহান শহরে প্রথমবার ভাইরাসটি শনাক্ত হওয়ার পর থেকে দেশটিতে মোট ৮২ হাজার ৯৩৩ জন আক্রান্তের মধ্যে চার হাজার ৬৩৩ জন মারা গেছেন।

ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে ২৯ হাজার ১০০, তামিলনাড়ুতে ১০ হাজার ১০৮, গুজরাটে নয় হাজার ৯৩১ এবং দিল্লিতে আট হাজার ৮৯৫ জন আক্রান্ত হয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ২৫ মার্চ থেকে চলা লকডাউন বাড়ানোর বিষয়ে ঘোষণা দিলেও কিছু ক্ষেত্রে তা শিথিল করার ইঙ্গিত দিয়েছে। এ মাসের শুরুর দিকে দোকানপাট সীমিত পরিসরে খোলা এবং উৎপাদন ও কৃষিকাজ পুনরায় চালু করার অনুমতি দিয়ে অর্থনৈতিক কার্যক্রম ধীরে ধীরে শুরু করা হয়েছে।

এদিকে, আটকা পড়া শ্রমিক, শিক্ষার্থী ও পর্যটকদের সহায়তার জন্য সারা দেশে সীমিত পরিসরে ট্রেন পরিষেবাও চালু করেছে ভারত।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়