করোনা: ব্রাজিলে একদিনে ৭৭৯ জনের মৃত্যু
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে একদিনে মঙ্গলবার নতুন করে ৭৭৯ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের তুলনায় ২৭৭ জন বেশি।
এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসে ল্যাটিন আমেরিকার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৮ হাজার ৪৫৯ জন। যা আগের দিন ছিল ৬ হাজার ৪৪৪ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৪৬১ জনের। এছাড়া গুরুতর অবস্থায় রয়েছেন আরও ৮ হাজার ৩১৮ জন। যা মোট আক্রান্তের প্রায় ৯ শতাংশ।
সংক্রমণ শুরুর পর থেকে ব্রাজিলে এখন পর্যন্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৭৮ হাজার ২১৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭২ হাজার ৫৯৭ জন।
নিউজবাংলাদেশ.কম/এএস