News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৪, ৬ মে ২০২০
আপডেট: ০৪:২১, ৯ মে ২০২০

লাইবেরিয়ায় খনি ধসে নিহত ৫০

লাইবেরিয়ায় খনি ধসে নিহত ৫০

লাইবেরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে খনি ধসে অন্তত ৫০ জন নিহত হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে দেশটির একজন মন্ত্রী মঙ্গলবার একথা জানান।
জুনিয়র ক্রীড়া মন্ত্রী মিলিয়াস শেরিফ ঘটনাস্থল থেকে এএফপিকে বলেন, সোমবার গ্রান্ড কেপ মাউন্ট কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
বিস্তারিত উল্লেখ না করে মঙ্গলবার তিনি বলেন, সেখানে এ ধসের ঘটনায় প্রায় ৫০ জন নিহত হয়েছে। এতে আর কেউ নিখোঁজ রয়েছে কিনা তা সন্ধানে উদ্ধার দল সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে।
খবরে বলা হয়, খনিজ সম্পদে সমৃদ্ধ লাইবেরিয়াতে খনি ধস একটি সাধারণ ঘটনা। দেশটিতে দীর্ঘ গৃহযুদ্ধের পর সেখানে ইবোলা মহামারীতেও অনেক ক্ষতি হয়।
এদিকে প্রেসিডেন্ট কার্যালয়ের জুনিয়র এক মুখপাত্র এ দুর্ঘটনার খবর নিশ্চিত করলেও তিনি নিহতের সংখ্যা উল্লেখ করেননি।
স্মিথ তোবে বলেন, “আমরা ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো তথ্য হাতে পাইনি। অনেকে এ দুর্ঘটনায় ৫০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। আবার অনেকে জানিয়েছে এ সংখ্যা ৫০ জনের বেশি।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি, খনি ও জরুরি বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হলেও তারা এখন পর্যন্ত কিছু জানাননি। এএফপি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়