News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৫, ৪ মে ২০২০
আপডেট: ০৪:২৩, ৯ মে ২০২০

তৃতীয় দফা লকডাউনে ভারত

তৃতীয় দফা লকডাউনে ভারত

প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে সংক্রমণ দিন দিন বাড়ছেই। মৃত্যুর সংখ্যাও নিয়ন্ত্রণে আসছে না। এ অবস্থায় সোমবার তৃতীয় দফায় লকডাউনে গেছে গোটা দেশ।
আপাতত আগামী দুই সপ্তাহ অর্থাৎ ১৭ মে পর্যন্ত এ লকডাউন চলবে।
এর আগে গত ২৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট দুই দফায় লকডাউনে রয়েছেন ভারতীয়রা।
আগের দুদফার তুলনায় এই ১৪ দিনে লকডাউন কিছুটা শিথিল হবে। তবে দেশজুড়ে বেশ কিছু বিধিনিষেধ আগের মতোই বহাল থাকছে। তা মেনে না চললে শাস্তির মুখে পড়তে হতে পারে।
দ্য হিন্দুর সোমবার সকালের লাইভ আপডেট অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৪৯৬ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৮৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৩ জনের।
এর আগে ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় লকডাউনে ছিল ভারত। ১৫ এপ্রিল থেকে ৩ মে দ্বিতীয় দফা লকডাউন ছিল। দুদফায় ৪০ দিনের লকডাউনে ঘরবন্দি থেকে অনেক ভারতীয় কাজকর্ম হারিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়