News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৫৭, ২৯ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৫, ৫ মে ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধ

ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করছে প্রতিনিধি পরিষদ

ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করছে প্রতিনিধি পরিষদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিল বন্ধ করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটি সোমবার এই তদন্ত শুরু করেছে।
এদিকে প্রতিনিধি পরিষদ কর্মকর্তাদের তলব করতে পারবে কিনা মার্কিন আপিল আদালতে সেই বিষয়ে শুনানি শুরু হয়েছে। খবর রয়টার্সের।
প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র কমিটির চেয়ারম্যন এলিয়ট অ্যাঞ্জেল বলেন, “জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনেক সমস্যা আছে। আমরা এর সংস্কার দাবি করতে পারি। কিন্তু বর্তমানে করোনা মহামারির সময়ে সংস্থার তহবিল বন্ধ করা এর জবাব হতে পারে না।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এলিয়ট অ্যাঞ্জেল বলেন, “তহবিল কাটছাঁটের সিদ্ধান্ত কী প্রক্রিয়ায় গ্রহণ করা হয়েছে এবং কেন- সেই বিষয়ে আগামী ৪ মের মধ্যে ১১ সেট ডকুমেন্ট জমা দিতে চিঠিতে বলা হয়েছে। যদি না করা হয় তাহলে সিদ্ধান্ত বাতিলে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হবে। পররাষ্ট্র কমিটির চেয়ারম্যান হিসেবে এলিয়ট অ্যাঞ্জেল সরকারি কর্মকর্তাদের তলব করতে পারেন।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়