News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৫, ২৮ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২২, ৪ মে ২০২০

সামাজিক দূরত্ব না মানায় মালয়েশিয়ার স্বাস্থ্য উপমন্ত্রীকে জরিমানা

সামাজিক দূরত্ব না মানায় মালয়েশিয়ার স্বাস্থ্য উপমন্ত্রীকে জরিমানা

করোনাভাইরাস মহামারীর মধ্যে সামাজিক দূরত্বের নিয়ম ভেঙে এক মাদ্রাসায় ১৪ জনের সঙ্গে খেতে বসে হাজার রিঙ্গিত জরিমানা গুণলেন মালয়েশিয়ার স্বাস্থ্য উপমন্ত্রী নূর আজমি গাজালি।

স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ প্রতিরোধের প্রস্তুতি দেখতে স্বাস্থ্য উপমন্ত্রী গত ১৮ এপ্রিল গিয়েছিলেন হুলু পেরাক জেলার এক স্বাস্থ্যকেন্দ্রে। জেলা পরিষদের এক সদস্যসহ কয়েকজন কর্মকর্তা ছিলেন তার সঙ্গে।

সেখান থেকে নামাজ পড়তে স্থানীয় এক মাদ্রাসায় যান তারা। পরে ওই মাদ্রাসায় একসঙ্গে খেতে বসেন।

সেই ছবি ফেইসবুকে পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েন মালয়েশিয়ার স্বাস্থ্য উপমন্ত্রী। পরে ছবিটি সরিয়েও ফেলেন।

তবে মঙ্গলবার ম্যাজিস্ট্রেট আদালতে তিনি দোষ স্বীকার করে নেন এবং বিচারক ওই ছবিতে থাকা ১৫ জনের সবাইকে এক হাজার রিঙ্গিত করে জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন।

রায়ের পর নূর আজমি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “যা ঘটেছে সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে আমি আইন মেনে চলব। মালয়েশিয়ার স্বাস্থ্য ব্যবস্থার জন্য আরও ভালোভাবে কাজ করার চেষ্টা করব।”

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়