News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৫৫, ২৪ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:১৭, ৩০ এপ্রিল ২০২০

ইরানের প্রথম সামরিক উপগ্রহ নূর কক্ষপথে উৎক্ষেপণ

ইরানের প্রথম সামরিক উপগ্রহ নূর কক্ষপথে উৎক্ষেপণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো নূর নামে একটি সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে ইরান।
তেহরানের সামরিক উপগ্রহ উৎক্ষেপণ এবং কক্ষপথে একে স্থাপণের ওপর পুরোপুরি নজর রাখার কথা ঘোষণা দিয়েছে আমেরিকা। খবর তেহরান টাইমসের।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি স্থানীয় সময় বুধবার ভোরে সফলভাবে ওই সামরিক উপগ্রহ উৎক্ষেপণ এবং ৪২৫ কিলোমিটার ঊর্ধ্বাকাশের কক্ষপথে স্থাপণ করেছে।
আইআরজিসির ৪১তম প্রতিষ্ঠাবাষিকীতে ইরানের মধ্যাঞ্চলীয় মরুভূমি দাশত-ই কাভির থেকে ‘নূর’ উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।
এ কৃত্রিম উপগ্রহ কক্ষপথ পর্যন্ত বহন করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাহক রকেট কাসেদ (বার্তাবাহক)। আইআরজিসি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সামরিক উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।
এ উপগ্রহটি উৎক্ষেপণের পরই যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের ভাইস চেয়ারম্যান মার্কিন বিমান বাহিনীর জেনারেল জন হাইটেন বলেন, ওয়াশিংটন এ উৎক্ষেপণের দিকে গভীর নজর রেখেছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়