নজরদারির অভিযোগে এনএসএ’র বিরুদ্ধে উইকিমিডিয়ার মামলা
নজরদারির অভিযোগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) বিরুদ্ধে মামলা করেছে উইকিমিডিয়া ফাউন্ডেশন। মামলায় উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার ব্যবহারকারী এবং অবদানকারী স্বেচ্ছাসেবকদের কার্যক্রমে ওপর নজরদারির অভিযোগ আনা হয়েছে। নিউইয়র্ক টাইমস।
উইকিপিডিয়া পরিচালনাকারী অলাভজনক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের আদালতে এ মামলাটি করে। সারা বিশ্বের উইকিপিডিয়া ব্যবহারকারী এবং উইপিডিয়ার স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে মামলাটি করা হয় বলে সংস্থাটি জানায়।
উন্মুক্ত একটি মাধ্যমে এ ধরনের নজরদারি ব্যক্তিগত কার্যক্রমের ওপর হস্তক্ষেপ বলে অভিযোগ করেন উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস।
ওয়েলস বলেন, অনেক ক্ষেত্রে উইকিপিডিয়ায় পরিচয় লুকিয়ে ব্যবহার কিংবা সম্পাদনার কাজটি করেন। ক্ষেত্রবিশেষে নিজ দেশের সরকারের বিরুদ্ধে যায় এমন কোনো বিষয় নিয়ে তথ্য যোগ বা সংগ্রহ করার সময় ভিন্ন নাম ও পরিচয় ব্যবহার করে থাকেন। এনএসএর এ ধরনের নজরদারির ফলে ব্যবহারকারী কিংবা স্বেচ্ছাসেবকের তথ্য ফাঁস হয়ে যাওয়ায় ব্যক্তিগত নিরাপত্তা ও অধিকার হুমকির মুখে পড়ছে। ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি যাতে এনএসএর এ নজরদারির ফলে ক্ষতিগ্রস্ত না হয়, সেটি মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
এনএসএর এ ধরনের নজরদারি তালিকায় উইকিপিডিয়ার পাশাপাশি সিএনএন, জিমেইল এবং ফেসবুকও রয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
উইকিমিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, প্রতি মাসে প্রায় ৭৫ হাজার স্বেচ্ছাসেবক কাজে অবদান রাখেন উইকিপিডিয়ায়। ৫০ কোটি ব্যবহারকারী যাঁরা প্রতি মাসে উইকিপিডিয়া ব্যবহার করেন। স্বেচ্ছাসেবক এবং ব্যবহারকারী সকলের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে জরুরি।’
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম