রান্নাঘরে মৃত্যু আতঙ্ক!
ঢাকা:রান্নাঘরে টুকিটাকি কত জিনিসই তো থাকে। কিন্তু হঠাৎ করেই যদি আপনি দেখতে পান কোনো এক প্যাকেটের ভেতর চুপচাপ বসে আছে একটি বিষধর অজগর, তবে নিশ্চয়ই তা খুব সুখকর হবে না। মূর্তিমান এক আতঙ্কের সামনে তখন আপনি দাঁড়িয়ে পড়বেন। মৃত্যু আপনার থেকে মাত্র হাতখানেক দূরত্বে অবস্থান করবে তখন।
এমনই এক ঘটনা ঘটে গেছে অস্ট্রেলিয়া। জানা গেছে, দুপুরের খাবার তৈরি করতে রান্নাঘরে ঢুকেছিলেন সিডনি শহরের এক আবাসনের বাসিন্দা। বছর বাইশের এ বাসিন্দা যার নাম জ্যারেড স্মিথ, বহুজাতিক খাদ্য প্রস্তুতকারী সংস্থার প্যাকেট থেকে কর্নফ্লেক্স বার করতে গিয়ে একেবারে জমে গেলেন।
তিনি দেখলেন, ছোট্ট কার্ডবোর্ডের বাক্সেও মধ্যে গুটিসুটি মেরে শুয়ে আছে পূর্ণবয়স্ক একটি ডায়মন্ড পাইথন। জ্যারেডের সাড়া পেয়েই মুখ তোলে সে। আর তৎক্ষণাৎ রান্নাঘর ত্যাগ করেন জ্যারেড। বাবাকে গিয়ে ঘটনাটা জানায় এ তরুণ। সাথে সাথে খবর দেয়া নিউ সাউথ ওয়েলস বন্যপ্রাণ দপ্তরে।
এর কিছুক্ষণ পরই উদ্ধারকারী দল এসে সেখানে হাজির হয়। বাক্স ছিঁড়ে ফেলতেই নড়েচড়ে বেরিয়ে পড়ে অজগরটি। উদ্ধাকারীরা বিষধর এ প্রাণীটিকে কিছু দূরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে।
বন্যপ্রাণ দপ্তরের কর্মকর্তাদের বিশ্বাস, কোনোভাবে বাড়ির ভেতর ঢুকে পড়েছিল সাপটি। আর তখন আত্মরক্ষার জন্যই আশ্রয় নেয় কর্নফ্লেক্সেও বাকসের মধ্যে। কিন্তু স্বল্প আয়তনের কার্ডবোর্ড বাকসে কীভাবে দু’মিটার দীর্ঘ অজগরটি আশ্রয় নিল তা ভেবে কোনো কূল-কিনারা পাচ্ছে না তারা।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম