News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩০, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০৫:১৬, ২ ফেব্রুয়ারি ২০২০

ফার্কের উপর ১ মাস বোমা বর্ষণ বন্ধ রাখবে কলম্বিয়া সরকার

ফার্কের উপর ১ মাস বোমা বর্ষণ বন্ধ রাখবে কলম্বিয়া সরকার

কলম্বিয়া সরকার এক মাসের জন্য রেভ্যুলুশনারি আর্মড ফোর্সেস অব কলাম্বিয়া (ফার্ক) বিদ্রোহীদের উপর বোমা হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। তবে জঙ্গি গ্রুপ ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাতকারে জানিয়েছেন, দেশের শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবিসি।

সান্তোস বলেন, `ফার্কের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংঘর্ষের তীব্রতা হ্রাসের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর প্রধানদের আগামী একমাস ফার্কের উপর সব ধরনের বোমা বর্ষণ বন্ধ রাখার নির্দেশ দেবো।`

২০১২ সালের নভেম্বর থেকে সরকারের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে ফার্ক। কিউবার মধ্যস্থতায় গত বছর শান্তি আলোচনায় বসে ফার্ক ও কলম্বিয়া সরকার। কয়েক দফা আলোচনার পর গত বছর ১৮ ডিসেম্বর তারা যুদ্ধবিরতি সম্মত হয়। এর মাধ্যমে উভয়পক্ষ মাদক ব্যবসা, ভূমি সংস্কার ও রাজনৈতিক অংশ গ্রহণসহ কয়েকটি বিষয়ে আংশিক ঐকমত্যেও পৌঁছেছে। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনও পক্ষ।

গত সপ্তাহে উভয় পক্ষ থেকে একসঙ্গে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে। একইসঙ্গে কলম্বিয়ার গ্রামাঞ্চলে যেসব জায়গায় অবিস্ফোরিত ল্যান্ড মাইন পোঁতা রয়েছে সেগুলো সরিয়ে ফেলা হবে।

প্রসঙ্গত, গত পাঁচ দশকে ফার্কের সঙ্গে সংঘর্ষে অন্তত দুই লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়