News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৫, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৫২, ১৮ জানুয়ারি ২০২০

ভেনেজুয়েলাকে হুমকি হিসেবে চিহ্নিত করে ওবামার ঘোষণা

ভেনেজুয়েলাকে হুমকি হিসেবে চিহ্নিত করে ওবামার ঘোষণা

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ভেনেজুয়েলাকে হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাহী ক্ষমতাবলে এক ঘোষণায় লাতিন আমেরিকার দেশটিকে হুমকি হিসেবে চিহ্নিত করে আদেশ জারি করেন। দেশটির সাতজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। আল-জাজিরা।

হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট গত সোমবার এ খবরের সত্যতা নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণ এবং দেশটির সঙ্গে যেকোনো বাণিজ্যিক সম্পর্ক নতুন নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। কেবল মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত দেশটির কিছুসংখ্যক সরকারি কর্মকর্তার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিবৃতিতে ‘বেশ কয়েকজন ছাত্রসহ’ সব রাজবন্দীকে মুক্তি দেওয়ার জন্য ভেনেজুয়েলার প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে, এ ঘোষণার প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো টেলিভিশনে এক ভাষণে বলেছেন, সমাজতন্ত্রী সরকারকে উৎখাতের লক্ষ্যেই যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নিয়েছে।

ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতকে তাৎক্ষণিকভাবে ডেকে পাঠিয়েছে।

ভেনেজুয়েলার ওপর গত ডিসেম্বর থেকে এ নিয়ে তৃতীয় দফা মার্কিন অবরোধ আরোপ করা হলো।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়