News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৩, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৩৩, ১৬ নভেম্বর ২০২০

ভারতের তুলনায় পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেশি

ভারতের তুলনায় পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেশি

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের তুলনায় গত বছর পাকিস্তানের ভান্ডারে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেশি ছিল। গত বছর পাকিস্তানের প্রায় ১২০টি এবং ভারতের প্রায় ১১০টি পারমাণবিক অস্ত্র ছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক পরমাণু সক্ষমতাবিষয়ক অনলাইন সাময়িকী বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আইএএনএসের।

‘নিউক্লিয়ার নোটবুক ইন্টারঅ্যাকটিভ ইনফোগ্রাফিক’ নামের ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বে পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্ষেপণাস্ত্রের মোট সংখ্যা আশির দশকের শেষে সর্বোচ্চ পর্যায়ে (৬৫ হাজার) ছিল। কিন্তু বর্তমানে তা অনেক কমে ১০ হাজারের চেয়ে কিছু বেশি হবে। তবে পারমাণবিক অস্ত্রধারী দেশের সংখ্যা আগের চেয়ে বেড়েছে।

সাময়িকীটিতে চিত্র ও সারণির সাহায্যে বিশ্বের পরমাণু শক্তিধর নয়টি দেশের সামর্থ্য তুলে ধরা হয়েছে। চিত্র ও সারণিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়া—দুটি দেশেরই এখন প্রায় পাঁচ হাজার করে পারমাণবিক অস্ত্র রয়েছে। এ ছাড়া ফ্রান্সের ৩০০, যুক্তরাজ্যের ২২৫ এবং ইসরায়েলের কাছে ৮০টি পরমাণু-অস্ত্র রয়েছে। উত্তর কোরিয়া ২০০৬, ২০০৯ ও ২০১৩ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

১৯৮৭ সাল থেকে এ ধরনের তথ্যমূলক প্রতিবেদন প্রকাশ করছে সাময়িকীটি। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী ১৯৪৫ সালে বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস সাময়িকীটি প্রতিষ্ঠা করেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়