নাম-পরিচয় ভুলে গেছে বোকো হারাম ফেরত শিশুরা
ঢাকা: নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম গত বছরের নভেম্বরে মুক্তি দেয় ৮০ জন শিশুকে। আশ্চর্যের ব্যাপার হলো, মুক্তি পাওয়ার পর এসব শিশুরা তাদের নাম বলতে পারছে না। পরিচয়ও ভুলে গেছে তারা। ক্যামেরুনের একটি ক্যাম্পে আপাতত তাদের রাখা হয়েছে।
উল্লেখ্য, নভেম্বরে ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি ক্যাম্প থেকে এসব শিশুকে উদ্ধার করা হয়। পরে একটি এতিমখানায় তাদেরকে পুনর্বাসন করা হয়।
জানা গেছে, যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) এর পরিচালক ক্রিস্টোফার ফোমুনজো সম্প্রতি ওই এতিমখানা পরিদর্শন করেছেন।
ফোমুনজো গণমাধ্যমকে জানান, ৫-১৮ বছর বয়সী ছেলেমেয়েরা ইংলিশ, ফ্রেঞ্চ কিংবা তাদের স্থানীয় ভাষা বলতে পারছে না। তারা দীর্ঘদিন তাদের পরিচিতজনের সংস্পর্শে ছিল না।
তিনি বলেন, বন্দি থাকা অবস্থায় তাদের মধ্যে জিহাদি মতাদর্শ কৌশলে ঢুকিয়ে দেয়া হয়েছে। আর এরই প্রেক্ষিতে তারা এখন কাউকে চিনতে পারছে না।
সূত্র জানায়, বোকো হারাম নাইজেরিয়া ছাড়িয়ে ক্যামেরুনেও তাদের তাদের থাবা বিস্তার করেছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এ সংগঠন নাইজেরিয়ায় ইসলামি খলিফা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে আসছে। সূত্র: বিবিসি অনলাইন
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম