News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১০, ১১ মার্চ ২০১৫
আপডেট: ২১:১৫, ৯ ফেব্রুয়ারি ২০২০

আত্মহত্যা করেছেন ভারতের শতাধিক সেনা

আত্মহত্যা করেছেন ভারতের শতাধিক সেনা

ঢাকা: গত বছর ভারতের শতাধিক সেনা সদস্য আত্মহত্যা করেছেন। ধারনা করা হচ্ছে- বঞ্চনা ও মানসিক অবসাদের কারণেই তারা আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর জানান, ২০১৪ সালে সেনাবাহিনীর অন্তত ১০৮ জন জওয়ান আত্মহত্যা করেছেন। আত্মঘাতী ১০৮ জওয়ানের মধ্যে স্থলবাহিনী এবং বিমানবাহিনীর জওয়ানরা রয়েছেন।
সংসদের উচ্চকক্ষে এক প্রশ্নের উত্তরে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর তার লিখিত বিবৃতিতে জানান, ২০১৪ সালের ২১ নভেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী স্থলবাহিনীর ৮৪ জন এবং বিমানবাহিনীর ২৪ জন জওয়ান আত্মঘাতী হয়েছেন। বঞ্চনা ও মানসিক অবসাদকেই এর কারণ হিসাবে দর্শানো হয়েছে। তবে নৌবাহিনী থেকে এ রকম কোনও তথ্য মেলেনি।

প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই প্রবণতা খুবই উদ্বেগজনক। প্রতিকারের উপায় খুঁজে বের করতে হবে। এর প্রতিকারের পথ খুঁজে বের করতে শিগগিরই স্থল, বিমান ও নৌ বাহিনীর স্টাফদের নিয়ে বৈঠক করা হবে।

নিউজবাংলাদেশ.কম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়