দুর্নীতি মামলায় মনমোহন সিংকে আদালতে তলব
ঢাকা: কয়লা ব্লক বরাদ্দে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তলব করেছেন ভারতের একটি আদালত।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কয়লা মন্ত্রী থাকার সময় হিন্দালকো নামের একটি প্রতিষ্ঠানকে অস্বচ্ছ প্রক্রিয়ায় ব্লক বরাদ্দ দিয়েছিলেন।
একজন সরকারি চাকুরে হিসেবে অপরাধমূলক ষডযন্ত্র, দুর্নীতি ও বিশ্বাস ভঙ্গ করেছেন।
এছাড়া হিন্দালকোর চেয়ারম্যান কুমার মঙ্গলাম বিরলা ও সাবেক কয়লা সচিব পিসি পরখসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৮ এপ্রিল তাদের আদারতে হাজির হতে হবে।
এ মামলায় এর আগেও মনমোহন সিংকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা- সিবিআই।
নিউজবাংলাদেশ.কম
নিউজবাংলাদেশ.কম