News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৭, ১০ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২০

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল করবেন রিপাবলিকানরা

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল করবেন রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর হতে চলা ইরানের পারমাণবিক চুক্তি রিপাবলিকানরা ক্ষমতায় এসে বাতিল করবেন বলে জানিয়েছেন। মার্কিন রিপাবলিকান পার্টির ৪৭ সিনেটর এক খোলা চিঠিতে এ কথা জানিয়েছেন।

এদিকে, চিঠির ঘটনায় প্রেসিডেন্ট ওবামা এক প্রতিক্রিয়ায় বলেন, কংগ্রেসের কিছু সদস্য ইরানের কট্টরপন্থিদের সাথে ‘অস্বাভাবিক জোট’ গড়েছেন। বিবিসি।

ওবামার নির্বাহী ক্ষমতাবলে এই পারমাণবিক চুক্তি হতে যাচ্ছে উল্লেখ করে ইরানি নেতাদের উদ্দেশ্যে রিপাবলিকান সিনেটররা সোমবার (০৯ মার্চ) ওই চিঠিতে বলেন, পরবর্তী প্রেসিডেন্ট কলমের এক খোঁচাতেই তা বাতিল করে দিতে পারেন।

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে বেশ আগে থেকেই তৎপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য  যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, জার্মানি এবং চীন। যদি পরবর্তী প্রেসিডেন্ট সত্যিই খোলাচিঠিতে স্বাক্ষর করা রিপাবলিকান সিনেটরদের চাওয়া পূর্ণ করেন, তাহলে ওয়াশিংটনকে বেশ নাজুক পরিস্থিতিতে পড়তে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ বর্তমান নিষেধাজ্ঞার ওপর ভিত্তি করেই এই পারমাণবিক চুক্তি হতে চলেছে।

এই খোলাচিঠি ‘কুচক্রিদের প্রচারণা’ উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জাফরি জানিয়েছেন, অনেক আন্তর্জাতিক চুক্তিই নির্বাহী ক্ষমতাবলে হয়ে থাকে। মার্কিন রিপাবলিকান সিনেটররা আসলে শুধু ইরানের সাথে চুক্তিই নয়, আরো অনেক আন্তর্জাতিক চুক্তিই নষ্ট করতে চাইছেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়