পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ইসলামাবাদের একটি আদালত। লাল মসজিদের ধর্মীয় নেতা গাজী আবদুর রাশিদ হত্যা মামলায় মঙ্গলবার এ পরোয়ানা জারি করা হয়। দ্যা ডন।
শুনানিতে মোশাররফের আইনজীবী আগামী ২ এপ্রিল পর্যন্ত শুনানি স্থগিত রাখার আবেদন করেন। ইসলামাবাদের অতিরিক্ত সেশন জজ ওয়াজিদ আলি খান তা নাকচ করে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এদিকে, পাকিস্তানের সুপ্রিম কোর্টে অপেক্ষমাণ তালিকায় থাকা মামলায় বিচারক কীভাবে এমন আদেশ দিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মোশাররফের আইনজীবী।
প্রসঙ্গত, ২০০৭ সালে লাল মসজিদে সেনাবাহিনীর হামলায় রশিদ ও তাঁর স্ত্রীসহ শতাধিক মানুষ নিহত হয়। ২০১৩ সালে গাজী আবদুর রাশিদ ও তার স্ত্রীকে হত্যার মোশররফকে আসামি করে মামলা করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম