মমতার চিত্রকর্ম বিক্রির হিসাব চেয়েছে সিবিআই
পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী ও তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিত্রকর্ম বিক্রি বাবদ অর্থের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এছাড়া, গত চার বছরের আয় ব্যয়ের হিসাব জানতে তৃণমূল কংগ্রেসকেও চিঠি দিয়েছে সিবিআই। অনুদান ও অন্যান্য সূত্রে দলের কোন খাতে কত আয় হয়েছে তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনী প্রচার, বিজ্ঞাপন ও দল চালাতে কোথায় কত খরচ হয়েছে তারও হিসেব চেয়ে পাঠানো হয়েছে।
তপসিয়ার তৃণমূল ভবনে পাঠানো সিবিআইয়ের নোটিশের জবাব দেয়ার জন্য আজ সোমবার পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছিল। সিবিআইয়ের পক্ষ থেকে এমপি মুকুল রায়ের নামে গত ৫ মার্চ নোটিস পাঠানো হয়েছিল।
মুকুল রায়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদককে। কিন্তু ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নন। তাই সিবিআই- এর প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন না। বর্তমান সাধারণ সম্পাদক এই জবাব দেবেন।
প্রসঙ্গত, মমতা মাঝে মাঝেই বলেন, ছবি বিক্রির টাকায় তার দল চলে।
সিবিআইয়ের কাছে সারদার কর্ণধার সুদীপ্ত সেন, রোজভ্যালির গৌতম কুন্ডুরাসহ অনেকেই মমতার আঁকা ছবি কেনার কথা স্বীকার করেছেন।
জানা যায়, মুখ্যমন্ত্রী মমতার আঁকা ছবির প্রখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের ছবির চাইতেও বেশি দামে বিক্রি হয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রাজ্যের পশ্চিমবঙ্গের গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, মমতা বন্দোপাধ্যায়ের আঁকা ছবি নিলামে বিক্রি হয়েছে কয়েক কোটি টাকায়। আর সাম্প্রতিক সারদা কাণ্ডে বিশেষ আলোচিত সুদীপ্ত সেন মুখ্যমন্ত্রীর আঁকা বেশ কয়েকটি ছবি কেনেন। এ ছবিগুলির একেকটির মূল্য ছিল প্রায় কোটি টাকার কাছাকাছি।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম