আর্জেন্টিনায় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ১০ জন নিহত
আর্জেন্টিনার উত্তরপশ্চিমাঞ্চলে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট জন ফরাসি নাগরিক ও দুই জন আর্জেন্টাইন। নিহত ফরাসিদের মধ্যে দুজন অলিম্পিক অ্যাথলেট রয়েছেন। অপরদিকে, নিহত আর্জেন্টাইন দু`জন ছিলেন দুই হেলিকপ্টারের পাইলট। বিবিসি।
রাজধানী বুয়েনস এইরেস থেকে ১,১৭০ কিলোমিটার দূরের লা রোজা প্রদেশের ভিলা ক্যাসতেল্লি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ পরিষ্কার নয়। দুর্ঘটনার সময় আবহাওয়া ভালো ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ফরাসি প্রেসিডেন্টের দপ্তরের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি দুই অলিম্পিক অ্যাথলেটের পরিচয় নিশ্চিত করেছে। তাঁদের একজন সাতারু কামিলি মুফাত, অপরজন হলেন মুষ্টিযোদ্ধা আলেক্সিস ভাসটাইন।
চ্যানেল টিএফওয়ান’র জনপ্রিয় সেলিব্রেটি শো ‘ড্রপড’ এর শুট্যিং এ হেলিকপ্টার দুটি ব্যবহৃত হচ্ছিল। ওই শো’টিতে সেলিব্রেটিদের হেলিকপ্টারে নিয়ে বিরান প্রকৃতির মাঝে ছেড়ে দিয়ে তাদের বাঁচার লড়াই দেখানো হয়।
টিএফওয়ানের পক্ষ থেকে এক বিবৃতিতে এই দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে তাদের পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে।
দুর্ঘটনার প্রতিক্রিয়ায় এই শো’তে অংশগ্রহণকারী সাবেক ফরাসি ও আর্সেনাল ফুটবল খেলোয়ার সিলভাইন উইলটর্ড এক টুইট বার্তায় বলেছেন, “আমি আমার বন্ধুদের হারিয়ে মর্মাহত। আমি ভীত, আমি আতঙ্কিত, আমার কিছু বলার নেই, আমি কিছু বলতে পারবো না।”
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম