গাড়ি নদীতে, ১৪ ঘণ্টা পর জীবিত শিশু উদ্ধার
ঢাকা: যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি সেতু। দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি এ সেতুর ওপর আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় স্প্যানিশ ফোর্ক নদীতে। এ দুর্ঘটনায় গাড়ির একাংশ পানিতে ডুবে যায়। কিন্তু আরেক অংশ ভেসে থাকে।
এ ঘটনার পর ১৪ ঘণ্টা পেরিয়ে যায়। ওই গাড়ির ভেসে থাকা অংশে স্থানীয় জেলেরা হঠাৎ করেই দেখতে পায় ১৮ মাসের এক শিশুকে। দেরি না করে তারা পুলিশকে ব্যাপারটি জানায়। ছুটে আসে পুলিশ। জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ওই শিশুকে।
উদ্ধারের পরপরই তাকে সল্টলেক সিটির একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় শিশুটির অবস্থা সঙ্কটনাপন্ন থাকলেও এখন কিছুটা উন্নতির দিকে। শিশুটির নাম প্রকাশ করা হয়নি। এ খবর জানা গেছে বিবিসি অনলাইনের মাধ্যমে।
জানা গেছে, চালকের আসনে ছিলেন শিশুটির মা ২৫ বছর বয়সী লিন গ্রোয়েসবেক। তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। লিন স্প্রিংভিলের বাসিন্দা। তদন্ত কর্মকর্তাদের ধারণা, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় সিমেন্টের একটি বাঁধের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি নদীতে পড়ে যায়।
এর পরের দিন দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে এক জেলের নজরে আসে দুর্ঘটনায় কবলিত গাড়িটি। তিনি আশপাশে থাকা অন্যান্যদের ব্যাপারটি জানান। এ সময় শিশুটি গাড়ির ভেতর ঢুকে যাওয়া পানির ওপর ভাসছিল।
আরো জানা গেছে, উদ্ধারকাজে নিয়োজিত ৩ পুলিশ কর্মকর্তা ও ৪ দমকলকর্মী হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে।
স্থানীয় পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, শিশুটির শারীরিক অবস্থান পরিবর্তিত না হলে তারা এ ব্যাপারে আর কোনো তথ্য প্রকাশ করবে না।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম