নেমৎসভকে হত্যার ঘটনায় দুজন অভিযুক্ত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক ও বিরোধী দলের নেতা বরিস নেমৎসভকে হত্যার ঘটনায় দুজনকে অভিযুক্ত করেছেন মস্কোর একটি আদালত। এ ঘটনায় অপর তিন সন্দেহভাজনকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত দুজন হলেন চেচেন বংশোদ্ভূত জাউর দাদাইয়েভ ও আনজর গুবাশেভ। দু`জনের মধ্যে জাউর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিবিসি।
গতকাল রোববার পাঁচজনকে মস্কোর আদালতে তোলা হলে দুজনকে অভিযুক্ত করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বাকি তিনজনকে গতকাল পর্যন্ত অভিযুক্ত করা না হলেও তাঁদেরও কারাগারে পাঠানো হয়েছে।
এই পাঁচজনের বাইরে হত্যাকাণ্ডে জড়িত অপর এক ব্যক্তি নিজেই আত্মঘাতী হয়েছেন করেছেন বলে দাবি করেছে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর।
৫৫ বছর বয়স্ক নেমৎসভকে ২৭ ফেব্রুয়ারি রাতে মস্কোতে ক্রেমলিনের কাছেই আততায়ীরা পর পর চারটি গুলি করে হত্যা করে। এ হতাকাণ্ডে দেশে-বিদেশে নিন্দার ঝড় ওঠে। এঘটনায় চেচেন বিপ্লবীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও নেমৎসভের রাজনৈতিক সহকারীরা ক্ষমতাসীন পুতিন সরকারকেই এজন্য দায়ী করেছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম