News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৬, ৯ মার্চ ২০১৫
আপডেট: ১২:১৯, ৩ মে ২০২০

সৌরশক্তি চালিত উড়োজাহাজের বিশ্বভ্রমণ শুরু

সৌরশক্তি চালিত উড়োজাহাজের বিশ্বভ্রমণ শুরু

কোনো ধরনের জ্বালানি ছাড়া কেবল সৌরশক্তিতে পরিচালিত উড়োজাহাজ ‘সোলার ইমপালস-২’ বিশ্বভ্রমণ শুরু করেছে। সোমবার (৯ মার্চ) আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল বাতেন এক্সিকিউটিভ বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৭টায় এই যাত্রা শুরু হয়।

উড়োজাহাজটি প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর পারি দিয়ে  পুরো বিশ্ব ঘুরে পাঁচমাস পর ওমানের রাজধানী মাস্কটে যাত্রার সমাপ্তি টানবে। এর মধ্যে বিশ্রাম ও কারিগরি সহায়তার জন্য এবং প্রযুক্তির বার্তা ছড়িয়ে দিতে বিশ্বের বিভিন্ন স্থানে যাত্রাবিরতি নেবে।

৭২ মিটার লম্বা ডানার উড়োজাহাজটির ওজন ২.৩ টন। শক্তির উৎস হিসেবে এর ডানার উপর বসানো রয়েছে ১৭ হাজার সৌরকোষ। রাত্রিকালে উড্ডয়নের জন্য শক্তির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে এতে রয়েছে লিথিয়াম-আয়ন ব্যাটারি।

সৌরচালিত এ উড়োজাহাজটির পাইলট আন্দ্রে বোর্শবার্গ। তিনি আরেক পাইলট বারট্রান্ড পিকার্ডের সঙ্গে ভাগাভাগি করে এ দায়িত্ব পালন করবেন। টেলিফোন বুথের মতো ছোট্ট এই জায়গায় বেশ অস্বস্তিতেই থাকতে হবে দায়িত্বরত পাইলটকে। চালানোর সময় দায়িত্বরত পাইলট ২০ মিনিটের বেশি করে ঘুমানোর সুযোগ পাবেন না।

প্রথম টেক অফ করার পর ১০ ঘণ্টা উড়ে বিমানটি ওমানে পৌঁছবে। সেখান থেকে পরবর্তী গন্তব্য ভারত। এ দেশে দু-জায়গার থামার পর যাবে চীন ও মিয়ানমার। এরপর প্রশান্ত মহাসাগর পেরিয়ে পৌঁছবে হাওয়াই দ্বীপপুঞ্জ। সেখান থেকে ফিনিক্স, অ্যারিজোনা এবং নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করে আটলান্তিক মহাসাগর পেরিয়ে নামবে ইউরোপ অথবা মরক্কো। যাত্রা শেষ হবে ফের আবু ধাবিতেই। জুলাইয়ের শেষ বা আগস্টে দুনিয়া ভ্রমণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়