News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৪, ৯ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৩৮, ১৭ জানুয়ারি ২০২০

আটলান্টিক মহাসাগরে ৪৯ ক্রুসহ জাহাজ নিখোঁজ

আটলান্টিক মহাসাগরে ৪৯ ক্রুসহ জাহাজ নিখোঁজ

তাইওয়ানের একটি জাহাজ ৪৯ জন ক্রুসহ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়েছে। কর্তৃপক্ষ রোববার এইচসিয়াঙ ফু চুন’ নামের মাছ ধরা জাহাজটির নিখোঁজ হওয়ার খবর জানিয়েছে। এনডিটিভি।

জাহাজে একজন তাইওয়ানী স্কিপার, একজন চিফ ইঞ্জিনিয়ার, ১১ চীনা, ২১ ইন্দোনেশিয়ান, ১৩ ফিলিপিনো ও ভিয়েতনামের দুই নাবিক রয়েছেন।

গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় ৩টায় জাহাজটি ফুটো হয়ে এর ডেকে পানি ঢুকে পড়ার কথা জানানোর কিছু সময় পরই মালিকদের সঙ্গে এইচসিয়াঙ ফু চুনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্যাটেলাইট তথ্য থেকে জানা গেছে, নিখোঁজ হওয়ার সময়ে জাহাজটি ফকল্যান্ড দ্বীপ থেকে ১৭শ’ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

তাইওয়ান ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে। অভিযানে আর্জেন্টিনা, বৃটেনসহ ওই এলাকার অন্যান্য জাহাজের কাছে সহায়তা চেয়েছে।

ফিশারিজ এজেন্সির মুখপাত্র হুয়াঙ হোং-ইয়েন এএফপিকে বলেন, আমরা জানিনা জাহাজটি কোথায় এবং ঠিক কি হয়েছে। জাহাজ মালিকদের পক্ষ থেকে জাহাজটির সংযোগহীন হয়ে যাওয়ার কথা অবহিত হওয়ামাত্র সরকার জরুরী উদ্ধার অভিযান শুরু করেছে।

তিনি আরো জানান, জাহাজটির ডুবে যাওয়ার কোন প্রমাণ পাওয়া যায় নি। একটি নির্দিষ্ট গভীরতায় পানির চাপ তৈরি হলে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠানোর ব্যবস্থা জাহাজটিতে থাকলেও, সেরকম কোন সংকেত পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়