দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বানর আতঙ্ক!
আমার মন্ত্রণালয়ে বানরের ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে। একথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পাররিকার। বানরের উপদ্রব ঠেকাতে তার মন্ত্রণালয়ের বাইরে সেনাবাহিনীর দুজন জওয়ান সদাপ্রস্তুত থাকেন বলে জানান তিনি।
রোববার পানাজি এলাকায় একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান। এসময় তিনি জানান, যখন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমদিন অফিসে যান, তখন দফতরের বাইরে সেনাবাহিনীর দুজন জওয়ানকে সতর্ক প্রহরায় দেখতে পান।
এ ধরনের দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই নয়া দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীমহোদয়ের সন্তোষ বোধ করার কথা।
কিন্তু অচিরেই তিনি জানতে পারেন, এলাকার মহাধুরন্ধর আর বেপরোয়া বানরগুলোকে অফিসে ঢোকা থেকে ঠেকানো আর তাড়ানোটাই বাইরে দাঁড়ানো ওই দুই সৈনিকের প্রথম কাজ।
মনোহর এসময় মজা করে বলেন, “বাস্তবে বানর হচ্ছে রামের সৈনিক, তবে হ্যাঁ, কর্নাটকের রামসেনার সৈনিক তারা অবশ্য নয়!” একথা বলে তিনি দক্ষিণপন্থি সংগঠন শ্রী রামসেনার প্রতি ইঙ্গিত করেন। তিনি কর্নাটকের মুখ্যমন্ত্রী থাকাকালে এই সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
প্রসঙ্গত, দিল্লির গুরুত্বপূর্ণ এলাকা সাউথ ব্লকে বানর এক আতঙ্কের নাম। বানরের উৎপাতে সবোইকে কমবেশি তটস্থ থাকতে হয় এখানে। ভারত সরকারের তিনটি মহাগুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও অফিস এই এলাকায় অবস্থিত। এরমধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর দফতর, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব এলাকায় রেসাস জাতীয় এই বানরগুলোর বাণ্ডব ঠেকাতে লেঙ্গুর প্রজাতির বড় আকারের প্রশিক্ষিত বানর ব্যবহার করে থাকে কর্তৃপক্ষ। এদের কাজ, বেয়াড়া বানরগুলোকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া। সূত্র: নবভারত টাইমস
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম