ইসরায়েলবিরোধী কার্টুন আঁকায় প্যারিসে কার্টুনিস্ট গ্রেফতার
ইসরায়েলবিরোধী কার্টুন আঁকায় ফ্রান্সের প্যারিসে জিয়ন নামে এক কার্টুনিস্টকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ।
গত মঙ্গলবার সকালে কার্টুনিস্ট জিয়নকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর ওই রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। ফ্রান্সের নন এলাইনড মিডিয়া ও গণমাধ্যম ইগালিত রিকনসিলিয়েশন জিয়নকে গ্রেফতার ও ছেড়ে দেওয়ার খবর নিশ্চিত করেছে।
ইসরায়েলী বংশোদ্ভূত ব্রিটিশ লেখক গিলাদ এ্যাৎজমনের বরাত দিয়ে ইগালিত রিকনসিলিয়েশন গত শুক্রবার জানায়, বিডিআরপি (ব্রিগেড অব রিপ্রেশনস অব ডেলিনকোয়েন্সি পিপল—অপপ্রচারকারী দমন বাহিনী) পুলিশের চার কর্মকর্তা গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় জিয়নকে গ্রেফতার করে।
বিএনভিসিএর (ন্যাশনাল ব্যুরো অব ভিজিলেন্স এ্যাগেইনস্ট এ্যান্টি-সেমিটিজম) পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
জিয়নের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত বছর ইসরায়েল ও ইহুদিবাদ বিরোধী দুটি কার্টুন প্রকাশ করেন। এর মধ্যে একটিতে ইসরায়েলের ঐতিহ্যগত অপরাধের দিকটি দেখানো হয়েছে। যেখানে একজনের জন্য হাজারো ফিলিস্তিনিকে হত্যা করতে পেছপা হয়নি ইসরায়েল। অপরটিতে ইহুদিবাদী ইসরায়েলের হাতে ফিলিস্তিনি শিশু হত্যার চিত্র তুলে ধরা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম