মোদীর স্যুটের দাম এক কোটি ২০ লাখ রুপি!
নিলামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি স্যুটের দাম এক কোটি ২০ লাখ রুপির বেশি উঠেছে।
তিনদিন ব্যাপী নিলাম অনুষ্ঠানের প্রথম দিনেই ওই দাম ওঠে। বিশেষজ্ঞদের ধারণা, স্যুটটি নিলামের শেষ দিনে আরো অনেক বেশি দামে বিক্রি হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের সময় মোদী ওই স্যুটটি পরেছিলেন।
স্যুটটির বিশেষত্ব হলো পুরো স্যুটটিতে মোদির নাম ‘নরেন্দ্র দমোদারদাস মোদী’ অঙ্কিত আছে। খবর অনুযায়ী, স্যুটটি বানাতে প্রায় ১০ লাখ রুপি খরচ হয়েছে। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদীর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।
নিলাম শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বস্ত্র ব্যবসায়ী কোটিপতি রাজেশ জুনেজা স্যুটটির জন্য এক কোটি ২০ লাখ রুপি দাম বলেন। মোদীর রাজ্য গুজরাটের অন্যান্য ব্যবসায়ীরা ওই দাম ছাড়িয়ে গিয়ে দাম বলেছেন।
প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী যেসব উপহার পেয়েছেন সেগুলোর মধ্যে থেকে আরো সাড়ে চারশ’র বেশি জিনিস ওই নিলামে তোলা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ গঙ্গা নদী দূষণমুক্ত করার কাজে ব্যয় করা হবে।
প্রধানমন্ত্রী হিসেবে মোদীর প্রাথমিক লক্ষ্যগুলোর একটি হল, প্রচণ্ড দূষিত হয়ে যাওয়া গঙ্গা নদী দূষণমুক্ত করা। তিন বছরের মধ্যে এ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মোদী সরকার।
এফডি/
নিউজবাংলাদেশ.কম