News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৩, ৮ মার্চ ২০১৫
আপডেট: ১৩:২১, ১৯ জানুয়ারি ২০২০

সিআইএর সবচেয়ে বয়সী নারী গোয়েন্দা

সিআইএর সবচেয়ে বয়সী নারী গোয়েন্দা

ঢাকা: ভার্জিনিয়ায় অবস্থিত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সদর দপ্তরে রোববার ভিন্ন রকমের এক জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সংস্থার সফল নারী গোয়েন্দা এলিজাবেথ ম্যাকইনটোশের ১০০তম জন্মদিন ছিল। এ অনুষ্ঠানে এলিজাবেথ তার নানা সফল অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।

সিআইএ ডিরেক্টর জন ব্রেন্যান গণমাধ্যমকে বলেন, এলিজাবেথ চার দশক ধরে সিআইএতে খুবই ঝুঁকিপূর্ণ কাজগুলো সফলভাবে সম্পন্ন করেছেন। প্রথমে তিনি ছিলেন রিপোর্টার। পরে সিআইএতে অপারেটিভ হয়ে যান।

ব্রেন্যান মন্তব্য করেন, খুব কম নারী গোয়েন্দাই তার মতো কাজগুলো করতে সক্ষম হন। এ হিসেবে তিনি অন্যতম।

ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণকারী এ নারী গোয়েন্দা সাংবাদিকতায় ডিগ্রি অর্জন করেন। এরপর রিপোর্টার হিসেবে বিভিন্ন সংবাদপত্রে কাজ শুরু করেন।

এ পেশায় থেকেই হাওয়াইতে পার্ল হারবারে আক্রমণের সময়কার নানা ঘটনা সংবাদপত্রে কভার করেন। এর দু’বছর পরই তিনি সিআইএতে যোগ দেন।

এলিজাবেথ জাপানি ভাষায় দক্ষ ছিলেন বলে নানা জাপানি কার্যক্রমের ওপর গোয়েন্দাগিরি শুরু করেন। ভারতে অবস্থান করেও তিনি নানা দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। সূত্র: বিজনেস ইনসাইডার।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়