News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৭, ৮ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৩৮, ১৭ জানুয়ারি ২০২০

বিস্ফোরণের ঘটনায় হোয়াইট হাউসে আতঙ্ক

বিস্ফোরণের ঘটনায় হোয়াইট হাউসে আতঙ্ক

সেলমায় নাগরিক অধিকার মিছিলের ৫০তম বার্ষিকীর অুনষ্ঠানে অংশ নিতে প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউস ছাড়ার কয়েক মূহুর্ত আগে এক বিস্ফোরণের ঘটনায় প্রেসিডেন্ট দপ্তর ও বাসভবনজুড়ে নিরাপত্তা আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ করে দেয়া হয় সবগুলো প্রবেশ পথ।

নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার সকালে প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউস ছাড়ার কয়েক মূহুর্ত আগে কাছের একটি রাস্তায় একটি স্যুভেনির ট্রাকে আগুন ধরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ওই সময় বিমান বাহিনীর ঘাঁটি এন্ড্রুর উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ছিলেন ওবামা পরিবার। পরে হেলিকপ্টারের বদলে গাড়িবহরে ওবামা পরিবার এন্ড্রু ঘাঁটির উদ্দেশ্যে রওয়ানা হন। সেখান থেকে এয়ার ফোর্স ওয়ান বিমানে চড়ে তারা অ্যালবামা রাজ্যের সেলমা’য় যান। সেখানে একটি নাগরিক অধিকার মিছিলের ৫০তম বার্ষিকীর অুনষ্ঠানে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা ও তার পরিবারের সদস্যরা।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র ব্রায়ান লেয়ারি জানিয়েছেন, হোয়াইট হাউসের কাছের একটি রাস্তায় একটি গাড়িতে আগুন লেগে ওই বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ভার্জিনিয়া থেকে আসা একটি কোরীয় পরিবার ওই স্যুভেনির ট্রাকটির মালিক। ওই পরিবারের সদস্যরা কেউ ইংরেজিতে কথা বলতে পারেন না। আগুনে তাদের ট্রাকটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।

ঘটনার পর হোয়াইট হাউজের আশপাশের বেশ কয়েকটি রাস্তা কয়েক ঘন্টার জন্য বন্ধ করে রাখা হয়। দুপুরের পরে রাস্তাগুলো খুলে দেয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/এসজে




নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়