পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুতে আরও ৫ জনের মৃত্যু
পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুর সংক্রমণে শনিবার আরও পাঁচজনের মৃত্যু এবং নতুন করে ১০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৯ জনে।
তবে, আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসচিব মলয় দে বলেছেন, ‘আমাদের রাজ্যে বাড়াবাড়ি কিছু হয়নি।’
সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার রাতে ভারতের রাজধানী দিল্লির কাছে হরিয়ানার গুরুগাঁয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার চিকিৎসকেরা জানান, মুলায়ম সিংয়ের বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়েছে। বিভিন্ন লক্ষণ দেখে চিকিৎসকেরা আশঙ্কা করছেন তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হতে পারেন। মুলায়ম সিংয়ের আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
ভারতের ইতোমধ্যেই ১ হাজার ২৮৯ জন মারা গেছেন। গোটা ভারতে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম