News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪১, ৭ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০২০

বছরে ৩৬ বার মারা যান তিনি!

বছরে ৩৬ বার মারা যান তিনি!

ঢাকা : সারা ব্রৌতিগাম নামে ২১ বছর বয়সী এক ব্রিটিশ নারী। সে এখন তার চারপাশের মানুষের কাছে এক আশ্চর্য মানুষ হয়ে গেছে। কেননা সে বছরে ৩৬ বার মারা যায়। সারা হৃদপিন্ডের ধুকধুকানি নামে বিরল এক রোগে আক্রান্ত।

চিকিৎসকেরা জানান, প্রতিবার তিনি অন্তত এক মিনিটের জন্য ক্লিনিক্যালি ডেড থাকেন। প্রতিবারই দীর্ঘসময় ধরে হৃদযন্ত্রণায় ভোগার পর হঠাৎ করেই তার হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়। এরপর এক মিনিট সময় মৃত থাকে।

এসময় চিকিৎসকদেরও আপ্রাণ চেষ্টা থাকে তার প্রাণ ফিরিয়ে আনার। গত এক বছরে এরকম ৩৬ বার মারা গেছেন সারা। গণমাধ্যমকে সে জানায়, হৃদক্রিয়া বন্ধ হয়ে থাকার এক মিনিট সময় সে উজ্বল কোনো  আলোর অস্তিত্ব অনুভব করে না।

সে জানায়, এসময় তার কাছে মনে হয়, সবকিছু যেন আবছা অন্ধকারে ঢেকে গেছে। তবে আশ্চর্য যে, এসময় সে তার আশপাশে থাকা মানুষজনের কথাবার্তা শুনতে পায়।

চিকিৎসাশাস্ত্রে এ রোগের নাম পস্টুরাল অর্থস্ট্যাটিক ডিজিজ। চার বছর আগে সর্বপ্রথম একবার হঠাৎ করেই তার হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়। তখন ধরা পড়ে তার এ রোগটি। এরপর থেকে বছরে সর্বোচ্চ ৩৬ বার পর্যন্ত তার মৃত্যু হয়েছে।

এ রোগ ধরা পড়ার আগে সারা ব্রৌতিগাম ব্রিটিশ নারী নৌকাবাইচ দলের সদস্য ছিল। এ রোগ ধরা পড়ার পর তার খেলাধুলা ও শরীরচর্চা বন্ধ হয়ে যায়। এরই ফলে তিনি অতিরিক্ত মোটা হয়ে যান।

নিউজ বাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়