নিহত শিক্ষার্থীদের নামে ১০৭ স্কুল
ঢাকা : পেশোয়ারের আর্মি স্কুলে জঙ্গি হামলায় নিহত শিক্ষার্থীদের নামে ১০৭টি স্কুলের নামকরণ করছে পাকিস্তান সরকার। এসব স্কুলের আগের নামগুলো এক্ষেত্রে মুছে দেয়া হচ্ছে। এরই মধ্যে ষাটটিরও বেশি স্কুল কর্তৃপক্ষ এই নতুন নাম ব্যবহার করতে শুরু করেছে।
দেশটির সরকারের এ পরিকল্পনায় বেশিরভাগ নিহতদের পরিবারের অনুমোদন থাকলেও এক পরিবারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর তালেবান বন্দুকধারীরা পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে হামলা চালায়। ভয়াবহ এ ঘটনায় শিক্ষার্থী-শিক্ষকসহ অন্তত ১৫০ জন নিহত হয়। বিশ্বজুড়ে আলোচিত এ ঘটনার পরপরই খাইবার পাখতুনখোয়া প্রদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের অস্ত্র বহনের অনুমতি দেয়া হয়। পাশাপাশি এ বিষয়ে তাদের প্রশিক্ষণও দেয়া হয়।
আর এবার বৃহস্পতিবার দেশটির প্রাদেশিক সরকার স্কুলগুলো পুনর্নামকরণের ঘোষণা দেয়। এ ঘোষণায় জানানো হয়, শুধু নিহতদের স্মরণেই এ নামকরণ করা হচ্ছে না। পাশাপাশি বিদ্রোহীদের প্রতি একটি বার্তা পাঠানো হচ্ছে। এ বার্তা হচ্ছে, তারা কোনোভাবেই শিক্ষা কার্যক্রম বন্ধ করতে পারবে না।
দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ওই হামলায় নিহতদের সাহসিকতার জন্য সর্বোচ্চ বেসামরিক খেতাব দেয়ার চিন্তা করছে। এর আগে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ লাখ রুপি করে আর্থিক সাহায্য প্রদান করেছে কেন্দ্রীয় সরকার। সূত্র: বিবিসি
নিউজ বাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম