News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৪, ৭ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৩৯, ১৭ জানুয়ারি ২০২০

‘জেলেদের দেখামাত্র গুলি’

‘জেলেদের দেখামাত্র গুলি’

ঢাকা : কোনো কথা হবে না। শ্রীলঙ্কার জলসীমায় ভারতীয় কোনো জেলেকে দেখামাত্র গুলি করতে হবে। তামিল একটি নিউজ চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে শুক্রবার এ কথা বলেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

এ ব্যাপারে নিজের দৃঢ় অবস্থানের কথাও তিনি ব্যক্ত করেন। জানান, এটা আমাদের জলরাশি। জাফনার জেলেদের মাছ ধরার অনুমতি দেয়া উচিত। আমরা তাদের মাছ ধরা নিষিদ্ধ করেছি বলে ভারতীয় জেলেরা সুযোগ নিচ্ছে। তাদের সঙ্গে যুক্তিসঙ্গত চুক্তি করা যায়। তবে তা উত্তরের জেলেদের আয়ের বিনিময়ে নয়।

থানথি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বিক্রমাসিংহ আরো জানান, কেউ যদি আমার ঘর ভেঙে ঢুকতে চেষ্টা করে তবে আমি তাকে গুলি করব। সে যদি মারাও যায়, আইন আমাকে এ কাজটি করতে অনুমোদন দেয়। জলসীমা লঙ্ঘনকারী জেলেদের গুলি করা মানবাধিকার লঙ্ঘন নয়। তারা কেন আমাদের জলসীমায় মাছ ধরবে? ভারতীয় সীমানায় থাকুক।

উল্লেখ্য, নৌসীমা লংঘন করায় গত মাসেও শ্রীলংকার নৌবাহিনী ৮৬ ভারতীয় জেলেকে গেস্খফতার ও দশটি মাছধরা নৌকা জব্দ করে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, কাৎচাথিভু শ্রীলঙ্কার অংশ। দিল্লিও এটাকে শ্রীলঙ্কার অংশ বলে মনে করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজ বাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়