News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৩, ৬ মার্চ ২০১৫
আপডেট: ০২:৪৪, ১১ ফেব্রুয়ারি ২০২০

ধর্ষক বর্ণনা করলেন ধর্ষণের কাহিনী

ধর্ষক বর্ণনা করলেন ধর্ষণের কাহিনী

ঢাকা: তথ্যচিত্র তৈরি করতে নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুকেশ সিংকে ৪০ হাজার টাকা ঘুষ দিয়েছিলেন পরিচালক লেসলি উডউইন। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নবভারত টাইমস।

গণমাধ্যমটি জানায়, ইন্ডিয়াস ডটার তথ্যচিত্রের অংশ হিসেবে তিহার জেলে ফাঁসির আসামি মুকেশ সিংয়ের সাক্ষাৎকার নেয়ার সিদ্ধান্ত নেন ব্রিটিশ চিত্রনির্মাতা উডউইন। তবে এক্ষেত্রে বেশ বেগ পেতে হয় তাকে।

কিছু দিন চেষ্টা করেও তিনি কূটনৈতিক ও নিরাপত্তার কারণে জেলে ঢোকার কোনো উপায় খুঁজে পাননি। শেষ পর্যন্ত খুল্লার নামে এক ব্যক্তির সাহায্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তিহার জেল কর্তৃপক্ষের থেকে অনুমতি জোগাড় করেন উডউইন।

ওই গণমাধ্যমটিতে আরো বলা হয়েছে, সাক্ষাৎকার দিতে প্রথমে ২ লাখ টাকা দাবি করে মুকেশ। দর কষাকষি করে ৪০ হাজারে ব্যাপাটি রফা হয়। সাক্ষাৎকারের আগেই এ টাকা মুকেশের পরিবারের কাছে পৌঁছে যায়।

উল্লেখ্য, ভারতে ‘ইন্ডিয়াস ডটার’ সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলেও তা লঙ্ঘন করে ব্রিটিশ সংবাদ মাধ্যম। এ কারণে বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

জানা গেছে, তিহার জেলের কঠোর নিরাপত্তা ডিঙিয়ে মুকেশের সাক্ষাৎকার কীভাবে নেয়া হলো এ বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

নিউজ বাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়