News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৫, ৬ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০২০

নেমৎসভের প্রেমিকাকে প্রাণনাশের হুমকি

নেমৎসভের প্রেমিকাকে প্রাণনাশের হুমকি

ঢাকা : আততায়ীর হাতে নিহত রাশিয়ার বিরোধী দলীয় নেতা বরিস নেমৎসভের প্রেমিকা ছিলেন ইউক্রেনীয় মডেল গানা দুরিৎস্কা। তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন।

ইউক্রেনের প্রসিউটর জেনারেল আজ শুক্রবার এক বিবৃতিতে জানান, গানা দুরিৎস্কা অভিযোগ দায়ের করেছেন কিয়েভে মা-বাবার সঙ্গে অবস্থানকালে তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন।

উল্লেখ্য, নেমৎসভ আততায়ীর গুলিতে নিহত হওয়ার সময় গানা দুরিৎস্কা তার সঙ্গে ছিলেন। সোমবার মস্কো থেকে কিয়েভে ফেরার পর থেকে তিনি তার মা-বাবার বাড়িতেই অবস্থান করছেন।

প্রসিকিউটর জেনারেল ভিক্টর শোকিন জানান, অভিযোগ দায়েরের পর তিনি দুরিৎস্কার প্রাণ ও স্বাস্থ্য রক্ষায় সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

প্রসিকিউটর দপ্তরের মুখপাত্র আঁন্দ্রি দেমর্তিনো বিবৃতিতে জানান, দুরিৎস্কার নিরাপত্তা বিধানের বিষয়টি পুলিশের বিশেষ বাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করবেন। তিনি দুরিৎস্কার প্রাণনাশের ব্যাপারে কিছু জানাননি।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্পষ্টবাদী সমালোচক হিসেবে পরিচিত ছিলেন বরিস নেমৎসভ। গত শুক্রবার ক্রেমলিনের অল্প দূরে মধ্যরাতের একটু আগে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

দুরিৎস্কা সোমবার রাতের বেলা মস্কো ত্যাগ করেন। এর আগে অভিযোগ করেন যে, পুলিশকে তিনি যা-যা জানেন তার সবকিছু বলার পরও তদন্তকারীরা তাকে প্রায় তিনদিন ধরে একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে রাখেন।

বিবৃতিতে প্রসিকিউটর সূত্রে জানা গেছে, দুরিৎস্কা কিয়েভের বিলা সের্কভা এলাকায় তার বাবা-মার সঙ্গে অবস্থান করতেন। সেখানে তাকে হত্যা প্রচেষ্টআর ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

নিউজ বাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়