বিষধর সাপ-মাকড়সার লড়াই
ঢাকা: অস্ট্রেলিয়ার এক কৃষকের চোখ হঠাৎ করেই চলে গেল তার গাড়ির নিচে। সেখানে মাকড়সার জালে অসহায়ভাবে আটকে রয়েছে তিন-সাড়ে তিন ফুট লম্বা একটি ইস্টার্ন ব্রাউন সাপ।
এ সাপ অস্ট্রেলিার সবথেকে বিষধর সাপ হিসেবে পরিচিত। যে জালে জড়িয়ে বেচার করুণ অবস্থা সে জাল বুনেছে লাল-কালো মিশ্রিত মাকড়সা। এ জাতীয় মাকড়সা খুবই বিষধর। কৃষক দেখেন, জালে জড়িয়ে সাপটি ছটফট করছে আর মাকড়সাটি বিষাক্ত লালা ছড়িয়ে সাপটিকে কাবু করতে চেষ্টা করছে।
গণমাধ্যমকে ওই কৃষক জানান, প্রথমে তিনি বিশ্বাস করতে পারছিলেন না মাকড়সার জালে সাপটির অসহায়ভাবে ফেঁসে থাকার দৃশ্য। মরার মতো ঝুলছিল সাপটি। পরে তিনি দেখেন সাপটি জীবিত রয়েছে।
কৃষক আরো বলেন, তিনি দেখলেন, মাকড়সার জাল থেকে বেরিয়ে আসতে সাপটি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু মাকড়সাটি ততটাই বিষাক্ত লালা মিশিয়ে তাকে জখম করার চেষ্টা করছে।
শ্বাসরুদ্ধকর এ লড়াইয়ের অবসান একসময় হয়। সাপটি বেরিয়ে আসে জাল ছিড়ে। কিন্তু প্রাণ বাঁচাতে পারেনি।
কৃষক নেইল জানান, এ ঘটনার দুদিন পর সাপটিকে বাগানে মরে পড়ে থাকতে দেখেন তিনি। এসময় পিঁপড়েরা একযোগে মহানন্দে তার দেহ দিয়ে ভোজ সারছিল। সূত্র: জিনিউজ
নিউজ বাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম