News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৭, ৬ মার্চ ২০১৫
আপডেট: ০৩:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২০

বিস্ময়কর আবিষ্কার, দৃষ্টিহীন দেখবে বায়োনিক চোখে

বিস্ময়কর আবিষ্কার, দৃষ্টিহীন দেখবে বায়োনিক চোখে

আধুনিক প্রযুক্তির কল্যাণে বিজ্ঞান এখন অসম্ভবকে সম্ভব করে তুলছে। এতদিন আমাদের জানা ছিল, দৃষ্টিশক্তি হারানো মানুষ চিকিৎসার মাধ্যমে দৃষ্টি ফিরে পেতে পারে। কিন্তু যাদের চোখ নেই তারা কীভাবে দেখবে? এবার সে সমস্যার সমাধানও বাতলে দিলেন একদল ব্রিটিশ বিজ্ঞানী।

তারা চেষ্টা করছেন মানুষের মাথার ভেতর একটি মাইক্রোচিপ আর চোখের জায়গায় একটি ক্যামেরা বসিয়ে দৃষ্টিশক্তিহীন মানুষকে দেখার সুযোগ তৈরি করে দিতে। ব্রিটেনের নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানীদের একটি দল তাদের শ্রম ও মেধা দিয়ে এ বিষয়ে গবেষণা করছেন।

এ বিষয়ে বাংলাদেশ হাই হসপিটালের কনসালটেন্ট ড. জাহাঙ্গীর আলম মুকুট গণমাধ্যমকে জানান, নিউক্যাসেলের বিজ্ঞানীরা একটি প্রযুক্তি উদ্ভাবনের জন্যে গবেষণা করছেন।

তিনি বলেন, ওই একদল বিজ্ঞানী চেষ্টা করছেন ছোট্ট একটি মাইক্রোচিপ মানুষের মস্তিষ্কে প্রতিস্থাপন করতে। এ চিপ হচ্ছে কম্পিউটার বা ক্যামেরার মতো বৈদ্যুতিক যন্ত্রে আমরা যে ধরনের চিপ ব্যবহার করি, অনেকটা সেরকম।

গবেষণারত বিজ্ঞানীরা গণমাধ্যমকে জানিয়েছেন, এরকম একটি চিপ মানুষের মস্তিষ্কে বসাতে পারলে সেটা যে শুধু দৃষ্টিশক্তি হারানো মানুষেরাই দেখতে পাবেন তা নয়, যারা কোনো কারণে চোখ হারিয়ে ফেলেছেন তারাও আবার সুজলা-সুফলা পৃথিবী দেখতে পাবেন।
তারা আরো বলেন, মানব-চক্ষু দিয়ে যা দেখা যায় ওই ক্যামেরা দিয়েও প্রায় একই জিনিস দেখতে পাবে মানুষ। আর তাই এ মাইক্রোচিপটি নিয়ে এখন বিরামহীন গবেষণা চালাচ্ছেন তারা। তবে তারা আশঙ্কা প্রকাশ করেছেন, এ চিপটি যেন মানুষের মাথার ভেতরে খুব বেশি গরম না হয়ে যায়।

কম্পিউটারের একটি স্ক্রিন দেখিয়ে গবেষকরা জানান, এ চিপ খুবই উজ্জ্বল আলো সৃষ্টি করতে পারে। এ জন্য তার খুব বেশি জ্বালানির দরকার হয় না। এ কারণে মাইক্রোচিপটির খুব বেশি গরম হয়ে যাওয়ার সম্ভাবনাও কম।

বিজ্ঞানীরা আশা প্রকাশ করেন, দশ বছরের মধ্যে এমন এক প্রযুক্তি আবিষ্কার করা সম্ভব হবে যার ফলে দৃষ্টিহীন মানুষ দেখতে সক্ষম হবে। যে মানুষটা আগে কখনোই দেখতে পায়নি সেও বায়োনিক এ প্রযুক্তির সাহায্যে দেখতে পাবে। আর এটি হবে একটি বিস্ময়কর আবিষ্কার।  

নিউজ বাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়