নিউইয়র্কে শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিমদের জন্য ঈদের ছুটি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মুসলিম নাগরিকদের জন্য ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। এ ঘোষণা দেওয়ার পর নগরের মুসলিম নাগরিকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।
গতকাল বুধবার মেয়র বিল ডি ব্লজিও আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। মেয়রের ঘোষণার পর নগরের স্কুল চ্যান্সেলর ক্যারম্যান ফারিনা জানান, চলতি বছর থেকেই দুই ঈদের ছুটি কার্যকর হবে। এ ঘোষণার ফলে এখন থেকে নিউইয়র্ক নগরীর পাবলিক স্কুলগুলোয় দুই ঈদে সাধারণ ছুটি থাকবে।
উল্লেখ্য, গত নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী বিল ডি ব্লজিও নির্বাচনে জয়ী হলে দুই ঈদে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ ধর্মীয় উৎসবের নামে স্কুল বন্ধ রাখার বিরোধিতা করে আসছিলেন।
নিউইয়র্ক নগরের পাবলিক স্কুলে ১০ লাখেরও বেশি শিক্ষার্থী। ২০০৯ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জরিপ থেকে জানা যায়, নিউইয়র্কের পাবলিক স্কুলের ১০ শতাংশ শিক্ষার্থী মুসলিম। নগরীর পাঁচটি বরোতে বসবাসরত মোট ৮০ লাখ মানুষের মধ্যে প্রায় ১০ লাখ মুসলমান।
নিউইয়র্কের স্কুল চ্যান্সেলর ক্যারম্যান ফারিনা তাঁর তাৎক্ষণিক বক্তব্যে বলেছেন, দুই ঈদে ছুটি ঘোষণার ফলে শিক্ষার্থীরা ধর্মীয় সহনশীলতা, ভিন্ন ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জানার ও শেখার অবকাশ পাবে।
নিউইয়র্কে পাবলিক স্কুলে ঈদের ছুটি ঘোষণা করা হলেও ব্যক্তিমালিকানাধীন স্কুলগুলো তাদের নিজস্ব নিয়মে চলে। কোনো কোনো ব্যক্তিমালিকানাধীন স্কুল নগর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে থাকে।
নিউইয়র্কের আগে নিউজার্সি, ম্যাসাচুসেটস, ভারমন্টসহ মুসলিম-অধ্যুষিত নগরগুলোয় ঈদ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চালু করা হয়।
নিউজবাংলাদেশ.কম/ এসজে
নিউজবাংলাদেশ.কম