News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২১, ৫ মার্চ ২০১৫
আপডেট: ১৭:০১, ২ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার চার কিশোর আইএসে!

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার চার কিশোর আইএসে!

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার চার কিশোর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়ার খবর নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা চলছে। কানাডার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তাদের আইএসে যোগ দেয়ার খবর নিশ্চিত করেছে।

গোয়েন্দা সংস্থার দাবি, এই চার কিশোর হলো তাবিরুল হাসিব, আবদুল মালেক, নুর ও আদিব। তাদের মধ্যে হাসিবের ছবি কানাডার সংবাদমাধ্যমে প্রকাশ করেছে পুলিশ। এ ঘটনায় ওই চার কিশোরের বাবা-মা হতাশ ও উদ্বিগ্ন। পুলিশ ও গোয়েন্দা বিভাগের লোকজন ঘন ঘন তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন।

গোয়েন্দা সংস্থার ভাষ্য, এন্ড্রু পলিন ওরফে আবু মুসলিম নামের এক কানাডীয় গত গ্রীষ্মে সিরিয়ায় আইএসের হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত হন। এ ঘটনার পর আইএস একটি ভিডিওচিত্র প্রকাশ করে। ওই ভিডিওচিত্রটির সূত্র ধরে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার চার কিশোরের আইএসে যোগ দেওয়ার বিষয়টি জানা যায়।

সিবিসি নিউজ জানায়, কানাডায় জন্ম নেওয়া  স্কুলছাত্র চার কিশোরের বয়সই ২০ বছরের নিচে। ২০১২ সালে এই চার কিশোর প্রথম নিখোঁজ হয়। অভিভাবকেরা বিষয়টি টরন্টো পুলিশকে জানান। পরে পুলিশ জানতে পারে, আইএসে যোগ দিতে আবু মুসলিমের সঙ্গে ওই চার কিশোর কানাডা ছেড়েছে। এক সপ্তাহ পর সিরিয়ায় প্রবেশের অপেক্ষায় চার কিশোর লেবানন অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। পরে, অভিভাবকেরা  লেবাননে গিয়ে বুঝিয়ে ছেলেদের কানাডায় ফিরিয়ে আনেন। ২০১৪ সালের ৬ জুলাইয়ে ওই চার কিশোর টরন্টো থেকে আবার নিখোঁজ হয়। এবার তারা মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির সঙ্গে তুরস্কের উদ্দেশে টরন্টো বিমানবন্দর ছাড়ে। পরে ইস্তাম্বুল থেকে সিরিয়ায় প্রবেশ করার পথ জানতে চেয়ে টুইটারে বার্তা দেন মোহাম্মদ আলী।

নিউজবাংলাদেশ.কম/ এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়