News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৪, ৪ মার্চ ২০১৫
আপডেট: ২০:৪৭, ১৭ জানুয়ারি ২০২০

নরেন্দ্র মোদিকে ছোট ভাইয়ের হুঁশিয়ারি

নরেন্দ্র মোদিকে ছোট ভাইয়ের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন তার ভাই প্রহ্লাদ মোদি। শুধু তাই নয়, মোদিও বিরুদ্ধে তিনি নেমে এসছেন রাস্তায়। প্রহ্লাদ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট।

মুম্বাইয়ের আজাদ ময়দানে কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে এক জনসভায় গণবণ্টন ব্যবস্থার (পিডিএস) আওতাভুক্ত দোকানদারদের কমিশন বাড়ানোর দাবি সমর্থন করেন তিনি। জানান, কেন্দ্র তাদের দাবি-দাওয়ার প্রতি উদাসীনতা দেখালে উত্তরপ্রদেশ, বিহারে ভবিষ্যতে বড়সড় নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়বে বিজেপি।

প্রহ্লাদ আরো বলেন, কমিশন বাড়ানোর পাশাপাশি ডিলারপিছু অন্তত এক হাজার কার্ড হোল্ডারক পরিষেবা দেয়ার প্রতিশ্রুতি দিতে হবে। ১৯৮০ সাল থেকে প্রহ্লাদ আমদাবাদে নিজে একটি পিডিএস আওতাভুক্ত দোকান চালাচ্ছেন।

তিনি জানান, মুদ্রাস্ফীতির হার যেভাবে চড়ছে তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ খুব বেড়েছে। সুতরাং আমাদের ঠিকঠাক ক্ষতি পুষিয়ে দিতে হবে।

প্রহ্লাদ মোদিকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ডিলারদের দাবি উপেক্ষা করলে কিন্তু ক্ষতি হবে বিজেপির। তিনি বলেন, ৭৫ হাজার ফেয়ারপ্রাইস শপ মালিকদের সমর্থন ছিল বলেই উত্তরপ্রদেশে লোকসভা ভোটে ৮০টির মধ্যে ৭৩টি জিতেছিল বিজেপি।

তিনি আরো জানান, অথচ দিল্লি বিধানসভা ভোটের আগে সরকার ন্যায্যমূল্যের দোকানদার-ডিলারদের উপেক্ষা করতে থাকে। এ উপেক্ষার মনোভাব বহাল থাকলে বিহারের ৭০ হাজার পিডিএস দোকানদার মুখ ফিরিয়ে নেবে। বিজেপি ভোটে মার খাবে, উত্তরপ্রদেশেও একই ব্যাপার ঘটবে।

নিউজ বাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়