News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:০৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১২:২০, ৮ ফেব্রুয়ারি ২০২০

আইএস বর্বরতা: ২১ মিশরীয়`র শিরশ্ছেদ

আইএস বর্বরতা: ২১ মিশরীয়`র শিরশ্ছেদ

লিবিয়ায় অপহৃত ২১ জন মিশরীয় খ্রিস্টানের শিরশ্ছেদ করার ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি এই বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, তার দেশ সমুচিত জবাব দেবে।

সোমবার বিবিস’র এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, কমলা রঙের ওভারঅল পরানো একদল লোককে  মাটিতে বসিয়ে রাখতে দেখা যায় ওই ভিডিওতে, পরে তাদের শিরশ্ছেদ করা হয়।

রোববার ওই ভিডিও প্রকাশের পর মিশরের জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করে সাতদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট সিসি।

হত্যার শিকার এই মিশরীয় নাগরিকদের সবাই কপটিক খ্রিস্টান। গত ডিসেম্বর-জানুয়ারিতে লিবিয়ার পূর্বাঞ্চলীয় সির্তে শহর থেকে তাদের অপহরণ করা হয়। গত কিছুদিন ধরে ওই এলাকা আইএসের নিয়ন্ত্রণে রয়েছে।

শিরশ্ছেদের ওই ভিডিও অনলাইনে প্রকাশ করেছে লিবিয়ার একটি কথিত জিহাদী গ্রুপ, যারা ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী। অপহৃতদের যে ধর্মীয় বিদ্বেষ থেকেই হত্যা করা হয়েছে, তাও স্পষ্ট হয়েছে ভিডিওর সঙ্গে দেওয়া ক্যাপশনে।

প্রেসিডেন্ট সিসি বলেন, “মিশর ও পুরো বিশ্ব আজ জঙ্গিবাদীদের সঙ্গে এক যুদ্ধের মধ্যে রয়েছে, যে জঙ্গিদের সবার লক্ষ্য ও আদর্শই এক।”

মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী ইসলামী তাত্ত্বিকরাও এ ঘটনাকে ‘বর্বর হত্যাকাণ্ড’ বলে আখ্যায়িত করেছেন।

ইরাক ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বড় একটি এলাকায় খিলাফত কায়েমের ঘোষণা দেওয়া আইএস জঙ্গিরা এর আগেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও তুরস্কের বেশ কয়েকজন নাগরিককে হত্যা করে ইন্টারনেটে ভিডিও প্রকাশ করেছে। এরই মধ্যে সিরিয়া ও ইরাকে এই জঙ্গি দলটির হাতে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ।
এনডি/

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়