যুক্তরাজ্যে পারিবারিক সহিংসতা রোধে আইন
যুক্তরাজ্যে পারিবারিক সহিংসতা রোধে আইন করা হচ্ছে। দেশটিতে পরিবারের সদস্যদের মধ্যেও নিয়ন্ত্রণ ও প্রভাব খাটানোর মতো আচরণ এখন থেকে অপরাধ হিসেবে গণ্য হবে। এধরণের ঘটনায় মোবাইল এসএমএস, ই-মেইল, অথবা ব্যাংক স্টেটমেন্ট, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য প্রমাণ হিসেবে গণ্য করা হবে।
আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক প্রতিবেদনে এ খবরে জানানো হয়। খবরে বলা হয়, যুক্তরাজ্যে পারিবারিক সহিংসতা রোধে তৈরি এ সংক্রান্ত খসড়া আইনের বিলে গতকাল (মঙ্গলবার) সম্মতি দিয়েছে দেশটির রাজপরিবার।
এক্ষেত্রে, নথিপত্রভিত্তিক প্রমাণ যেমন মোবাইলের এসএমএস, ই-মেইল, অথবা ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে অর্থনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা ইত্যাদির পাশাপাশি প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এ ধরনের ঘটনায় প্রমাণ হিসেবে কাজে লাগানো যাবে।
তথ্যমতে, এ ধরনের নিপীড়নের শিকার যাঁরা হন, তাঁরা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত পুলিশকে জানান না। গড়ে ৩০টি পারিবারিক সহিংসতার ক্ষেত্রে এমনটি ঘটে।
পারিবারিক সহিংসতার মতো গুরুতর সমস্যা প্রতিরোধে এখনই লাগাম টেনে ধরা জরুরি বলে মন্তব্য করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে বলেন, পরিবারের সদস্য বা ঘনিষ্ঠজনের বিরুদ্ধে সহিংসতা ভয়ানক অপরাধ।
নিউজবাংলাদেশ.কম/ এসজে
নিউজবাংলাদেশ.কম