News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১১, ৪ মার্চ ২০১৫
আপডেট: ২০:৪৯, ১৭ জানুয়ারি ২০২০

দলের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করলেন কেজরিওয়াল

দলের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করলেন কেজরিওয়াল

দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকের ঠিক আগ মুহূর্তে ভারতের আম আদমি পার্টির (এএপি) আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। আজ (বুধবার, ০৪ মার্চ ২০১৫) টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।

প্রসঙ্গত, বিরাট জয় নিয়ে দিল্লি বিধানসভার ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই এএপিতে গৃহবিবাদের খবর শোনা যায়। দলের দুই প্রতিষ্ঠাতা সদস্য রবীন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণ এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

এ পরিস্থিতিতে আজ দলটির ২১ সদস্যবিশিষ্ট জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা। কিন্তুু, বৈঠকের ঠিক আগ মুহূর্তে কেজরিওয়াল দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন।

অসমর্থিত সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, কার্যনির্বাহী কমিটির বৈঠকে দুই ভিন্নমতাবলম্বী নেতা প্রশান্ত ভূষণ ও যোগেন্দ্র যাদবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই দুই নেতার কথিত ষড়যন্ত্র, এ-সংক্রান্ত চিঠি উদ্ধার এবং একে অন্যের বিরুদ্ধে বিষোদ্‌গারে এএপির অন্তর্দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে।

আজকের বৈঠকে কেজরিওয়াল থাকবেন না। তিনি চিকিৎসার উদ্দেশে ১০ দিনের জন্য বেঙ্গালুরু যাচ্ছেন।

এদিকে, গতকাল মঙ্গলবার টুইট করে কেজরিওয়াল দলের এই হালে ‘গভীর বেদনাহত’ হওয়ার কথা জানিয়ে বলেছেন, এটা দিল্লির মানুষের প্রতি বিশ্বাসভঙ্গ। এই কুৎসিত লড়াইয়ে তিনি নিজেকে জড়াতে চান না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, আজকের বৈঠক কেজরিওয়াল এড়াতে চাইছেন কি না।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়