শ্রদ্ধা নিবেদন শেষে নেমৎসভ সমাধিস্থ
আততায়ীর গুলিতে নিহত রাশিয়ায় বিরোধী দলীয় নেতা বরিস নেমসভের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন হাজার হাজার শোকাহত মানুষ। শাখারভ সেন্টারে অন্তিম শ্রদ্ধা নিবেদন শেষে দক্ষিণ-পশ্চিম মস্কোর একটি কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয়।
এদিকে, ইউরোপের বেশ কয়েকজন রাজনীতিক অভিযোগ করেছেন যে তাদেরকে এই অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি।
বিবিসি জানায়, পোল্যান্ডের একজন রাজনীতিকের ভিসার আবেদন নাকচ করা হয় এবং ইওরোপীয় পার্লামেন্টে লাতভিয়ার একজন এমপিকেও মস্কোর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।
মি. নেমসভের শেষকৃত্যে রুশ সরকারের তরফে একজন উপপ্রধানমন্ত্রী হাজির থাকলেও প্রেসিডেন্ট পুতিন খুবই নিম্নপদস্থ এক কর্মকর্তাকে তার প্রতিনিধি হিসেবে সেখানে পাঠান।
শাখারভ সেন্টারে উপস্থিত বিবিসির একজন সংবাদদাতা জানান, সেখানে আগত অনেক মস্কোবাসীই বলেন - তারা আজ এমন এক মানুষের জন্য এখানে এসেছেন সত্য প্রকাশে যিনি বরাবরই সাহসী ছিলেন।
পুতিনের কট্টর সমালোচক, রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দলের নেতা বোরিস নেমৎসভ গত শুক্রবার রাতে ক্রেমলিনের খুব কাছে আততায়ীর গুলিতে নিহত হন।
পুতিনের এই কড়া সমালোচক নিহত নেমৎসভ প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের বিরোধী ছিলেন। এমাসের শুরুর দিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি আশঙ্কা করে জানিয়েছিলেন যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো তাকে হত্যা করতে পারে।
১৯৯০-এর দশকে প্রেসিডেন্ট বোরিস ইয়েলৎসিনের সময়ে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন নেমৎসভ।
নিউজবাংলাদেশ.কম